মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

গাজায় তীব্র বোমা হামলা, ইসরাইল বলছে "এখন শহর দখলের পালা"

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৯

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরাইলের টানা বোমা হামলায় গোটা অঞ্চল এখন আগুনে জ্বলছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সারা রাতের ভারী বোমাবর্ষণের পর এখন তাদের লক্ষ্য গাজার সমগ্র শহর দখল করা।

তিনি আরও দাবি করেন, নিজেদের ভূমি থেকেও শক্তিশালী কামান ও বোমা হামলা চালানো হচ্ছে। তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইসরাইলি সামরিক বাহিনী।

অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, “গাজার সিটি থেকে আসাম সাহসের সঙ্গেই বিতাড়িত হবে। বিশ্ব নেতৃত্ব নিন্দা জানালেও ইসরাইল হামলা চালিয়ে যাবে।”

এদিকে টানা হামলায় গাজার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ মানুষের প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে, তবে সঠিক হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top