কাতারে আর হামলা করবে না ইসরায়েল? ট্রাম্পের বড় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৪

গাজায় চলমান যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে মধ্যস্থতাকারী দেশ কাতারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতারা। এই হামলার পর থেকেই বিশ্বজুড়ে তীব্র নিন্দা শুরু হয়।
তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর খবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে আশ্বস্ত করেছেন যে, তিনি আর কাতারে কোনো হামলার নির্দেশ দেবেন না। ট্রাম্প কাতারকে যুক্তরাষ্ট্রের একজন ‘ভালো মিত্র’ হিসেবেও উল্লেখ করেন।
এই ঘোষণার পরপরই সামনে আসে এক নতুন বিতর্ক। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেছিলেন যে, কাতারকে সম্ভাব্য হামলার বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্পকেও নেতানিয়াহু জানিয়েছিলেন। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি সেই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, হামলার বিষয়ে তাকে আগে থেকে কিছু জানানো হয়নি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।