শিশু, নারী ও রোগী কাউকেই রেহাই দিচ্ছে না ইসরাইলি হামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১০

গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে জাতিসংঘের তদন্ত কমিটি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় হাজার হাজার শিশু ও নারী নিহত হয়েছেন। এমনকি হাসপাতালে প্রসববেদনায় কাতরানো নারী ও রোগীরাও ইসরাইলি হামলার শিকার হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলি ডিফেন্স ফোর্সের এই হামলাগুলোকে শুধু ‘বর্বরোচিত গণহত্যা’ হিসেবেই আখ্যায়িত করা যায়। জাতিসংঘ তদন্তে আরও বলা হয়, বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো এ হামলার কোনো বৈধতা নেই।
এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী প্রচারণা চালাচ্ছে যে, ২০২৩ সাল থেকে হামাস বাহিনী ইসরাইলে ৬৪ হাজার ৯ হাজার ৫ জন সাধারণ মানুষ হত্যা করেছে। তবে এই দাবি নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।
বিশ্লেষকদের মতে, গাজার বর্তমান পরিস্থিতি আধুনিক যুগে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সাক্ষী হয়ে থাকবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।