গাজায় ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বলল জাতিসংঘ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো হামলাকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘের একটি অনুসন্ধানী কমিশন। কমিশনের চেয়ার নাভি পিল্লাই আল জাজিরাকে জানিয়েছেন, তাদের কাছে গণহত্যার অভিপ্রায় প্রমাণের যথেষ্ট পরোক্ষ প্রমাণ রয়েছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া বক্তব্য এবং সেনাদের আচরণের ধরন গণহত্যার উদ্দেশ্যকে সমর্থন করে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত চারটি গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে রয়েছে একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা, শারীরিক ও মানসিক ক্ষতি করা এবং ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করা যাতে ওই গোষ্ঠী ধ্বংস হয়ে যায়।
তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। তারা একে ‘ভিত্তিহীন ও বিকৃত’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, কমিশনের বিশেষজ্ঞরা আসলে হামাসের পক্ষ হয়ে কাজ করছেন। ইসরায়েল উল্টো দাবি করেছে, হামাসই তাদের দেশে গণহত্যা চালানোর চেষ্টা করেছে। এই রিপোর্ট নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।