গাজার রাস্তায় হাজারো গাড়ি, অজানা গন্তব্যে ছুটছে মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮

গাজার শহরে ইসরাইলের অব্যাহত স্থল ও বিমান হামলায় আতঙ্কিত হয়ে হাজার হাজার ফিলিস্তিনি গাড়ি নিয়ে ছুটছেন অজানা গন্তব্যে।
গত দুই বছরে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় নারী-শিশুসহ অসংখ্য ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ একাধিকবার এ বর্বরোচিত হামলা বন্ধের আহ্বান জানালেও কার্যত কোনো অগ্রগতি হয়নি।
শুক্রবারের সর্বশেষ হামলায় অন্তত ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়, এতে একজন নিহত হন।
এছাড়া গত কয়েকদিনের হামলায় আরও অন্তত ১৯ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শহরের বিভিন্ন ভবন বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এমন পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারো গাড়ির সারি এখন গাজার রাস্তায় দেখা যাচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।