ট্রাম্পের উইন্ডসর ক্যাসেলে রাজার সঙ্গে সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে তার সরকারি সফরের অংশ হিসেবে রাজার সঙ্গে উইন্ডসর ক্যাসেলে সাক্ষাৎ করবেন। সোমবার রাতে তিনি লন্ডনে পৌঁছান। বিমানবন্দরে নামার পরই ট্রাম্প তার সফরকে একটি "ঐতিহাসিক সফর" বলে অভিহিত করেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। প্রথম রাত তারা অবস্থান করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে, যেখানে ১৯৫৫ সাল থেকে মার্কিন রাষ্ট্রদূতরা বসবাস করছেন।

এই সফরে ট্রাম্প রাজপরিবারের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন এবং কিছু সময় কাটাবেন। পাশাপাশি থাকছে ব্যবসা বিষয়ক বৈঠক ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা।

প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্মান জানাতে লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়। পরে রাতের একটি রাষ্ট্রীয় নৈশভোজেও যোগ দেন তিনি ও ফার্স্ট লেডি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top