গাজা: বোমা ও রোবট হামলায় বিধ্বস্ত, মানুষ পালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২

ছবি: সংগৃহীত

গাজা এখন জ্বলছে, আর সেখানকার মানুষ এক অনিশ্চিত আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে ছুটছে। ইসরায়েলি সেনারা উত্তর, দক্ষিণ ও পূর্ব গাজায় বোমা বর্ষণের পাশাপাশি বিস্ফোরকভর্তি রোবট ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। নেতানিয়াহুর বাহিনী গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে।

ক্ষুধা, বোমার আতঙ্ক আর মৃত্যুর ভয়ে দিশেহারা ফিলিস্তিনিরা কোনো নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা ছাড়াই শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। ইসরায়েলের সামরিক বাহিনী তাদের প্রাণঘাতী বোমা হামলার গতি বাড়ানোর পর থেকে যারা সামর্থ্য রাখেন, তারা দক্ষিণের দিকে চলে যাচ্ছেন, কিন্তু তাদের গন্তব্য অজানা।

মঙ্গলবার ইসরায়েলি সেনারা অন্তত ৯১ জনকে হত্যা করেছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রতীরবর্তী সড়ক দিয়ে পালানোর সময় ইসরায়েলি বোমা হামলায় একটি গাড়িতে আঘাত হানলে অনেক মানুষ মারা যায়। শহরের কমপক্ষে ১৭টি আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে আইবাকি মসজিদও রয়েছে।

জাতিসংঘের মহাসচিব এই অভিযানকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন, আর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এক্স-এ লিখেছেন, গাজা জ্বলছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ মাসের শেষে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। নেতানিয়াহু জানান, আগামী ২৯ সেপ্টেম্বর এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে তিনি গাজা সিটিতে চলমান সামরিক অভিযানের মধ্যে হামাসকে জিম্মিদের ক্ষতি না করার কঠোর সতর্কবার্তাও দেবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top