ইসরায়েলের আগ্রাসনকে ‘গণহত্যা’ বললেন মার্কিন সিনেটর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩০

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরায়েলের গাজা আগ্রাসনকে সরাসরি ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে এই হত্যাযজ্ঞে ইসরায়েলকে সহায়তা বন্ধ করার আহ্বানও জানিয়েছেন।
স্যান্ডার্স তার বিবৃতিতে বলেন, ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যেই গাজাকে ধ্বংস করার আহ্বান জানাচ্ছেন। ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার হুমকি এবং ক্রমবর্ধমান মৃত্যু ও দুর্ভিক্ষ প্রমাণ করে যে, হামলার উদ্দেশ্য স্পষ্ট। আর তাই এটি নিঃসন্দেহে গণহত্যা।
জাতিসংঘের সংজ্ঞানুসারে, কোনো জাতি, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংসের উদ্দেশ্যে সংঘটিত কাজই গণহত্যা। স্যান্ডার্স বলছেন, ইসরায়েল শুধু যুদ্ধের নিয়ম ভাঙছে না, বরং ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে।
বার্নি স্যান্ডার্সের পাশাপাশি মার্কিন কংগ্রেসওম্যান বেকা বালিন্টও ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, এটি কেবল যুদ্ধের করুণ পরিণতি নয়, বরং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।