গাজার হাসপাতালগুলো ধ্বংসের মুখে! সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনে গাজার হাসপাতালগুলো এখন ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস এই পরিস্থিতিকে অমানবিক বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, গাজার হাসপাতালগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি। ক্রমবর্ধমান সহিংসতা এসব হাসপাতালের কার্যক্রমকে প্রায় বন্ধ করে দিচ্ছে। একই সাথে, জীবনরক্ষাকারী ওষুধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহেও বাধা দেওয়া হচ্ছে।
ইসরায়েলের সামরিক অনুপ্রবেশ এবং স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশে নতুন করে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। মানসিকভাবে বিপর্যস্ত এই পরিবারগুলো এক সঙ্কুচিত এলাকায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।
গত অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি, আহত হয়েছেন ১ লাখ ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবিলম্বে এই অমানবিক পরিস্থিতি বন্ধের আহ্বান জানিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।