শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

গাজায় ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু বেড়ে ৪৪০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৭

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৩ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছেন। এর সঙ্গে গাজায় চলমান সংঘাতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫,১৭৪।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

মানবিক সহায়তা নিতে গিয়ে গত ২৭ মে থেকে ২,৫১৪ জন নিহত ও ১৮,৪৩১ জনের বেশি আহত হয়েছেন। পাশাপাশি অপুষ্টি ও অনাহারে শিশুসহ আরও চারজনের মৃত্যু ঘটেছে। এর ফলে অনাহার ও দুর্ভিক্ষ-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০, যার মধ্যে ১৪৭টি শিশু।

চলতি বছরের ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত বন্ধ থাকায় ২৪ লাখ বাসিন্দা দুর্ভিক্ষের মুখে পড়েছে। খাদ্য নিরাপত্তা সংস্থা আইপিসি জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি দেইর আল-বালাহ ও খান ইউনুসে ছড়িয়ে পড়বে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার ইসরাইলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top