• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


এবার ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণা মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ০০:২১

ই-অরেঞ্জ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

ক্রেতাদের কাছ থেকে বিশেষ অফারের লোভ দেখিয়ে পণ্য বিক্রির নামে অগ্রিম টাকা নিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ। এমনই প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছেন এক গ্রাহক। মামলায় ই-অরেঞ্জের পাঁচ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে গুলশান থানায় তিনি মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

সাংবাদিকদের ওসি জানান, একজন গ্রাহক বাদী হয়ে ই-অরেঞ্জের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মামলায় প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তারা হলেন- মাসুকুর রহমান, আমানউল্ল্যাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ, সোনিয়া মেহজাবিন।

মামলার এজাহারে উল্লিখিত আসামিদের প্রত্যেককেই ই-অরেঞ্জের মালিক বলে দাবি করা হয়েছে।

মামলার বাদী ই-অরেঞ্জের গ্রাহক মো. তাহেরুল ইসলাম হলেও প্রতারণার শিকার আরও ৩৭ জন তার সঙ্গে মামলা দায়েরের সময় উপস্থিত ছিলেন। মামলার এজাহারেও তাদের স্বাক্ষর রয়েছে।

এদিকে, সোমবার (১৬ আগস্ট) অর্ডার দেয়া পণ্য পেতে রাজধানীর গুলশান-১ এ সড়ক অবরোধ করেন ই-অরেঞ্জের গ্রাহকরা। বিক্ষুব্ধ ক্রেতাদের অভিযোগ, বাজারের চেয়ে অনেক কম মূল্যে মোটরসাইকেলসহ অন্যান্য অনেক পণ্যের বিপরীতে প্রায় ২০০ কোটি টাকার অর্ডার নেওয়ার পর ই-অরেঞ্জের মালিক ও কর্মকর্তারা এখন লাপাত্তা।

অবরোধ শেষে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাসায় যান ই-অরেঞ্জের গ্রাহকরা।

এদিকে ই-অরেঞ্জের পক্ষ থেকে একই দিন বিকালে ফেসবুকে এক পোস্ট প্রকাশের মাধ্যমে জানানো হয়, মাশরাফি বিন মুর্তজার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই তার সঙ্গে যেন কেউ যোগাযোগ না করেন। একইসঙ্গে ঐ পোস্টে ই-অরেঞ্জ আগামী ১৯ আগস্ট থেকে মোটরসাইকেল ছাড়া সব পণ্য সরবরাহ শুরু করবে বলেও জানায়।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top