বাসের চাপায় পিষ্ট হয়ে ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২১, ২০:০৫

বাসের চাপায় পিষ্ট হয়ে ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু

কারওয়ান বাজারে বাসের চাপায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে শহীদুল ইসলাম নীরব (৩২) নামে এক ক্রিকেটারের। শুক্রবার (২৭ আগস্ট) রাতে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কাওরান বাজার থেকে ফার্মগেটের দিতে যাচ্ছিলেন নীরব। মোটর সাইকেলটি ডেইলি স্টার ভবনের সামনে আসলে পাশ থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে নীরব ও তার বন্ধু নবীন পড়ে যান। বাসের একটি চাকা নীরবের উপর দিয়ে যায়। দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক বাসটি আটক করলেও পালিয়ে যায় এর চালক। তবে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে পুলিশ কর্মকর্তারা আশা করছেন। অন্যদিকে নীরবের ভাই সূত্রে জানা যায়, নীরব কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের খেলোয়াড় ছিলেন। ‘বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খেলতেন নীরব।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top