হাফ পাসের দাবিতে আবারো সড়কে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১, ০৩:৪০
গণপরিবহনে হাফ পাস নিশ্চিতের দাবিতে আবারো রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাঁখারি বাজার মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে অবস্থান নেয় তারা। এ সময় ২০ মিনিটের মতো রায়সাহেব বাজার মোড় বন্ধ করে হাফ ভাড়ার দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। এতে রায়সাহেব বাজার ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের গাড়ি ও বিভিন্ন পরিবহনের লাইসেন্স চেক করেন।
এদিকে হাফ ভাড়ার দাবিতে মোহাম্মদপুর ও মিরপুর এলাকায়ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতবারের সড়ক আন্দোলনেও শিক্ষার্থীদের দাবি ছিল হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। তাই দাবি আদায়ে আবারও সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।