রামপুরায় শিক্ষার্থীদের আন্দোলন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১, ০১:০২
নিরাপদ সড়কের দাবিতে শুক্রবার (৩ ডিসেম্বর) খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। বেলা ১১টার দিকে তারা রামপুরা ব্রিজে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নিয়েছেন।
তবে শিক্ষার্থীদের আন্দোলন হলেও বেলা সাড়ে ১১টায় সময়ও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নেওয়ার কারণে যার চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছেন তারা।
এদিকে রামপুরার ওই এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: রামপুরা শিক্ষার্থীদের আন্দোলন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।