আবারো ডিএসসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় নিহত এক বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০১:১১

আবারো ডিএসসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় নিহত এক বৃদ্ধ

পুরান ঢাকার ওয়ারীতে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উজ্জল হোসেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, ‘সকাল ৭টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ডিএসসিসি’র ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তিনি মারা যান। তবে চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়।’

এর আগে, ২৪ নভেম্বর গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মৃত্যু হয় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের। ওই ঘটনার একদিন পর ২৫ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবীর খান (৪৫) নামে এক সংবাদকর্মী মারা যান। 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top