মোহাম্মদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএনসিসি’র
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৫:২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ফুটপাত-সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (২৫ নভেম্বর) মোহম্মদপুরের সলিমুল্লাহ রোডের ৫/৭ হোল্ডিংয়ের সামনে থেকে এ অভিযান শুরু করে ডিএনসিসি। অভিযানটি পরিচালনা করছে ডিএনসিসি’র অর্ন্তভুক্ত অঞ্চল ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, ফুটপাত-সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।