সহকর্মীদের দেয়া আগুনে দগ্ধ যুবকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১৪:১০
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামপুরে সালাউদ্দিন ফিলিং স্টেশনে সহকর্মীদের দেয়া আগুনে দগ্ধ রিয়াদ হোসেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, ঢাকার জুরাইনের কমিশনার রোডে পরিবারের সঙ্গে থাকতেন সিদ্ধেশ্বরী কলেজে অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থী রিয়াদ। গাড়িচালক বাবাকে সহায়তা করতে জুরাইনের এস আহমেদ ফিলিং স্টেশনে ৫ হাজার টাকা বেতনে পার্টটাইম চাকরি নিয়েছিলেন রিয়াদ হোসেন। সেখানে তার সহকর্মীরা তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। তারপর মঙ্গলবার ভোরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ ঘটনায় রিয়াদের বাবার করা মামলায় ইমন, ফাহাদ ও রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।