ঢাকার প্রবেশমুখে নতুন ১০ বাস টার্মিনালের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৭:৩৪

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা শহরের সীমান্তবর্তী এলাকায় নতুন ১০টি টার্মিনাল নির্মাণ করার প্রস্তাব করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। তারা মনে করেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আসবে, কমবে যানজট।

তবে এ প্রকল্পটি বাস্তবায়নের আগে আরও ভালো করে সম্ভাব্যতা যাচাই করার কথা বলছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্রকল্পে অবকাঠামোগত উন্নয়ন বড় বিষয় নয়, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করাই জরুরি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগরীর যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন করার জন্য ১০ সদস্যের একটি কমিটি করেছিলের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top