ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডে মিলবে আধুনিক নগরের সুবিধা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১২:০৩
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছেন, মেয়র আতিকুল ইসলাম। ওয়ার্ডের উন্নয়নে প্রধানমন্ত্রী চার হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছেন।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিকল্পিতভাবে ওয়ার্ডগুলোর কাজ শুরু হয়েছে। নতুন এ অঞ্চলে আধুনিক নগরের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
রোববার (২৪ জুলাই) রাজধানীর তুরাগে কামারপাড়া প্রাইমারি স্কুল মাঠে তুরাগ থানা এবং ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, আজ বাংলাদেশের সর্বত্রই উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এই মহাযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণ করেছেন, মেট্রোরেলের কাজ প্রায় সম্পন্ন।
নতুনভাবে যুক্ত ১৮টি ওয়ার্ড তার উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়নি উল্লেখ করে মেয়র বলেন, নতুন অঞ্চলগুলোর চেহারা বদলে ফেলা হবে। গুলশানের মতো এলাকা তৈরি হতে ৩০ বছর লেগেছে। এই অঞ্চলের অবস্থা বদলাতে এতো সময় লাগবে না। সবার সহযোগিতা পেলে অল্প সময়ে আমরা ঘুরে দাঁড়াব।
বিষয়: ডিএনসিসি নগরের সুবিধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।