টানা তৃতীয় দিনের মতো নন-ক্যাডার প্রার্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ০৪:০৫

টানা তৃতীয় দিনের মতো নন-ক্যাডার প্রার্থীদের অবস্থান কর্মসূচি

ছয় দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় থাকা অপেক্ষমাণ চাকরিপ্রার্থীরা।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গেটে অবস্থান নেন তারা।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চললেও এখন পর্যন্ত সরকারি কর্ম কমিশনের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

তারা জানান, বিসিএস পরীক্ষায় ক্যাডারদের পদ বরাদ্দের পর মেধা ও যোগ্যতার ভিত্তিতে নন ক্যাডারে চাকরির জন্য সুপারিশ করা হতো। কিন্তু সরকারি কর্ম কমিশনের নতুন নিয়মের ফলে শত শত চাকরিপ্রত্যাশীর ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়েছে।

এই নতুন নিয়মকে বেকারবিরুদ্ধ ও অযৌক্তিক বলে পিএসসির কড়া সমালোচনা করেন চাকরিপ্রার্থীরা।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top