শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বাবুল চিশতী পরিবারের হাজার কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ২০:৩৪

ফাইল ছবি

ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী পরিবারের প্রায় হাজার কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা যায় অডিট কমিটির চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তিনি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ছয়টি মামলায় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে বাবুল চিশতী পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদগুলো সম্প্রতি ক্রোক ও ফ্রিজ করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির একাধিক মামলা রয়েছে।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সাধারণত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনিদিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তারা আসামিদের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজের উদ্যোগ নেন। যাতে তারা ওইসব সম্পদ বেহাত করতে না পারেন। মামলাগুলোর তদন্ত কাজ দ্রুত অগ্রসর হচ্ছে। বর্তমানে তিনি এবং তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অ্যাকাউন্টগুলোতে আর লেনদেন করতে পারবেন না। এছাড়া বিভিন্ন কোম্পানির শেয়ারও হস্তান্তর বা বিক্রি করতে পারবেন না। একই সঙ্গে জমির মালিকানাও পরিবর্তন করতে পারবেন না।

বাবুল চিশতী, তার স্ত্রী রোজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, মেয়ে রিমি চিশতী, পুত্রবধূ ফারহানা আহমেদ ও শ্যালক মো. মোস্তফা কামালের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে পৃথক ৬টি মামলা করা হয়।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top