• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ফারদিন হত্যার স্থান নিয়ে ডিবির নতুন তথ্য

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০২:৫৫

ফারদিন হত্যার স্থান নিয়ে ডিবির নতুন তথ্য

বুয়েটছাত্র ফারদিন চনপাড়ায় নিহত হয়নি বলে ধারণা করছেন ডিএমপি গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন তিনি।

হারুন অর রশীদ বলেন, ফারদিনকে রাত সোয়া দুইটায় যাত্রাবাড়িতে হাঁটতে দেখা গেছে, সেখানে ৩ থেকে ৪ জন যুবক তাকে লেগুনায় উঠিয়ে তারাবোর দিকে নিয়ে যায়। ওই লেগুনার চালক ও আরোহীদের খোঁজা হচ্ছে।

তিনি বলেন, প্রথমত তাকে সাদা গেঞ্জি পরিহিত একজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে সেখানে আরও কয়েকজনকে তাকে তুলে নিতে দেখা যায়।

তিনি আরও বলেন, র‌্যাব বা কে কি বলেছে, সেটা আমার দেখার বিষয় না, আমি আমারটা বলব। সোয়া দুইটায় যে যাত্রাবাড়ি হাঁটে, তার পক্ষে আড়াইটায় চনপাড়া থাকা অসম্ভব।

এর আগে বুধবার (১৬ নভেম্বর) র‌্যাব জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় রাত আড়াইটায় খুন হন বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top