চনপাড়ার ইউপি বজলুরকে ২১ দিন রিমান্ডের আবেদন
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ১৩:৩৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কায়েতপাড়া ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও জাল টাকা রাখার অভিযোগে তিনটি মামলা করেছে ব়্যাব৷
রূপগঞ্জ থানায় করা এই তিন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে প্রতিটিতে সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়; রোববার এ রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় চনপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আলোচিত বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা খোঁজা হচ্ছে বলে র্যাব জানিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। জাল নোট রাখার অভিযোগে আরেকটি মামলাও সাত দিনের রিমান্ড আবেদন করে বজলুরকে আদালতে পাঠিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। রোববার রিমান্ড শুনানি হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।