বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কারাগারের ৫  কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০১:২৯

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কারাগারের ৫  কর্মকর্তাকে বদলি

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি ছিনতাইয়ের ঘটনার প্রেক্ষাপটে কারাগারের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ মঙ্গলবার (২২ নভেম্বর) এ বদলির আদেশ জারি করে।

আদালত প্রাঙ্গণ থেকে সম্প্রতি দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার পর এই বদলির খবর এলো। তবে বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

তিন কারা উপমহাপরিদর্শকের মধ্যে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক এ কে এম ফজলুল হককে ঢাকা বিভাগে, রংপুর বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলামকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল জলিলকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালাকে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top