জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া একজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৮:২৮
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জঙ্গি ছিনতাইয়ে অংশ নিয়েছিলেন এবং ওই ঘটনায় করা মামলার আসামি।
বুধবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সিটিটিসি সূত্র জানায়, মেহেদী হাসান জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন। মেহেদী হাসান জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় করা মামলার ১৪ নম্বর আসামি। তবে কখন কোথা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি জানানো হয়নি।
সূত্র জানায়, মেহেদী আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। তাঁর বাড়ি সিলেটে। ব্লগার নাজিমউদ্দীন সামাদ হত্যার মিশনেও অংশ নিয়েছিলেন তিনি।
বিষয়: জঙ্গি ছিনতাই গ্রেপ্তার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।