‘অবৈধ দখলের ভিড়ে বৈধরা সংকুচিত হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১, ০২:২০
রাজধানীতে খাল ও সড়কের দু’পাশ দখলের ভিড়ে বৈধরা সংকুচিত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শুক্রবার (২২ জানুয়ারি) মিরপুর-১১ নম্বরের উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে ডিএনসিসি মেয়র এমন মন্তব্য করেন।
অবৈধ দখল উচ্ছেদের পর পুনরায় দখল হয়ে যাওয়ার বিষয়ে আতিকুল ইসলাম বলেন, কোথাও উচ্ছেদ অভিযানের পর আবার দখল হচ্ছে কী না সে বিষয়টি মনিটরিংয়ে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে। এ বিষয়ে আমি এরই মধ্যে নির্দেশনা দিয়েছি। বিশেষ করে খালের দু’পাড় মনিটরিংয়ে ব্যবহৃত হবে ড্রোন।
মিরপুর-১১ নম্বরের ৩ নম্বর এভিনিউয়ের ৪ নম্বর সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ করে সুন্দর করে রাস্তা নির্মাণে এরই মধ্যে ৩০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছেন বলেও জানান ডিএনসিসি মেয়র।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।