মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১, ১৯:৩২

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর মিরপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। রোববার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে মিরপুর-১ নম্বরে বিক্ষোভ শুরু করেন তারা।

শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না।

শিউলি আক্তার নামে এক শ্রমিক বলেন, ‘বেতন-ভাতা বকেয়া থাকায় আমরা সড়ক অবরোধ করেছি। ৪-৫ মাস ধরে বেতন পাচ্ছি না আমরা। আমাদেরও পরিবার আছে, না খেয়ে থাকতে হচ্ছে। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’

রেজাউল করিম নামে এক পথচারী বলেন, ‘অফিসের সময় যদি সড়ক অবরোধ থাকে তাহলে ভোগান্তির শেষ থাকে না। এখন বাস থেকে নেমে হেঁটে যাচ্ছি। এই ভোগান্তির জন্য দায়ী গার্মেন্টসের মালিকরা।’

মিরপুর শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) রফিক হাসান বলেন, ‘সকাল ৮টা থেকে কোরিয়ান জিনস ম্যানুফেকচারিং কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top