রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১২

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৫) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই বাবুল মিয়া জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার ভর্মী এলাকায় এবং আউয়াল ঢাকায় তেজগাঁও তিব্বত কলোনী বাজার এলাকায় বসবাস করতেন। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর রাতেই এক পথচারী তাদেরকে জানায়। আহত অবস্থায় আউয়ালকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোরের দিকে পথচারীরা আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top