মিরপুরে কেমিক্যাল-গার্মেন্টস অগ্নিকাণ্ডে নিহত ১৬: সাতজনের মরদেহ শনাক্ত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৩

ঢাকা: রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার (১৪ অক্টোবর) কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে সাতজনের মরদেহ স্বজনদের দ্বারা শনাক্ত করা হয়েছে।
রূপনগর থানা পুলিশ জানিয়েছে, শনাক্ত লাশগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পরই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান জানান, এ পর্যন্ত সাতটি লাশের দাবিদার পাওয়া গেছে এবং আরও স্বজন শনাক্তের জন্য আসছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মৃতদেহগুলো এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা খুবই কঠিন। ইতিমধ্যেই ১০ জন দাবি করেছেন, তারা তাদের আত্মীয়-স্বজনকে শনাক্ত করতে পেরেছেন। তবে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের আগে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। যেসব লাশের দাবি কেউ করবে না, সেগুলো কয়েকদিন রাখা হবে এবং পরে প্রয়োজন অনুযায়ী হস্তান্তর করা হতে পারে।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে নয়জন পুরুষ এবং সাতজন নারী। অগ্নিকাণ্ডে আরও তিনজন ধোঁয়ায় অচেতন হয়ে অসুস্থ হয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।