রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১২:১৩

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ধামরাই ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার (১৯ অক্টোবর) ধামরাই ফায়ার স্টেশন অফিসার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। আগুনের সূত্রপাত ঘটে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফ্যাক্টরির ৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায়।

ফায়ার সার্ভিসের হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনা থেকে কেউ গুরুতর আহত হননি, তবে আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে।

ধামরাই ফায়ার স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, “সন্ধ্যা সাড়ে ছয়টার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top