কার্গো ভিলেজে আগুন পরিকল্পিত হতে পারে: ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন
স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৫:০৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড পরিকল্পিত হতে পারে বলে মনে করছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন (ডিসিএএ)। সংগঠনটি দাবি করেছে, এই আগুন কেবল দুর্ঘটনা নয়—বরং দেশের শিল্পকারখানা, আমদানি-রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ধ্বংসাত্মক প্রভাব ফেলে জাতীয় অর্থনীতিকে অচল করার নীলনকশার অংশ হতে পারে।
রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিএএর সভাপতি মিজানুর রহমান এসব মন্তব্য করেন। তিনি বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা জরুরি। পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি পূরণের উদ্যোগ গ্রহণ এবং নির্মাণাধীন আমদানি পণ্যের গুদাম অস্থায়ীভাবে চালু করারও আহ্বান জানানো হয়েছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে সংগঠনটি জানিয়েছে, গুদামে সংরক্ষিত অধিকাংশ আমদানি পণ্য সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কিছু পণ্য অবিকৃত দেখা গেলেও তাপ ও ধোঁয়ার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তারা অভিযোগ করেছে, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হয়েছে, ফলে ক্ষয়ক্ষতি বেড়েছে।
ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে, এই আগুনের পেছনে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার কোনো পরিকল্পিত অপচেষ্টা আছে কিনা—তা খতিয়ে দেখা এখন সময়ের দাবি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।