রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ফার্মগেট মেট্রো স্টেশনে বিয়ারিং প্যাড ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

আহসান সাকিব হাসান | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৪

ছবি: সংগৃহীত

ফার্মগেট মেট্রো স্টেশনে বিয়ারিং প্যাড ছিটকে পড়ে পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর)  দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের সড়কে মেট্রোরেলের কম্পনরোধে ব্যবহৃত একটি স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারী মারা গেছেন। আহত ব্যক্তি দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন ও মেট্রোরেল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।

নিরাপত্তা ত্রুটি ও রেল সংক্রান্ত যন্ত্রাংশের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top