মেট্রোরেল চলাচল বন্ধ, ফার্মগেটে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৩:৪৪
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বেয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ওপর থেকে বিয়ারিং প্যাড তার ওপরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের কাছে থাকা পাসপোর্ট থেকে তার নাম জানা যায় আবুল কালাম (৩৫)। শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা তিনি। পাসপোর্টে মালয়েশিয়ার ভিসা লাগানো ছিল। পাসপোর্টের ছবির সঙ্গে মিলিয়ে তাকে শনাক্ত করা হয়।
এ বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আমরা বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেছি। বর্তমানে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। লাশ উদ্ধার করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, এটি পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।