ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে যুবক নিহত, আংশিক চলাচল শুরু
স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৫:৩৮
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে।
এ ঘটনায় দুপুর থেকেই উত্তরা-মতিঝিল পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রায় আড়াই ঘণ্টা পর আংশিকভাবে চালু করা হয় উত্তরা-আগারগাঁও-উত্তরা সেকশন।
বিকেল ৩টার দিকে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র ঢাকা পোস্টকে জানায়, দুর্ঘটনাস্থল আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও অংশে এখনও মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কাজ চলছে।
দুর্ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা আর চাকরির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় সৃষ্ট এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনায় উদ্বিগ্ন সাধারণ যাত্রীরা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।