মেট্রোরেল চলাচল উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পুনরায় শুরু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪৫
সোমবার বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল নিরবচ্ছিন্নভাবে শুরু হচ্ছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ বিষয়ে তাদের ফেসবুক পেজে জানিয়েছে, যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এর আগে, রোববার রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। এই ঘটনায় মেট্রোরেল সেবা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত, এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল ধাপে ধাপে পুনঃসূচনা করা হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।