মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

পোস্তগোলা ব্রিজে গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১১:০০

ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজে অজ্ঞাত পরিচয়ের এক নারী গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল হুসাইন জানান, পুলিশ সকাল ৫টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত ৩টা থেকে ৪টার মধ্যে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত নারী ভবঘুরে ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। রাস্তা দিয়ে চলার সময় অজ্ঞাত কোনো যানবাহনের চাকায় পিষ্ট হন তিনি।

ঘাতক গাড়ি শনাক্তে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের চেষ্টা চলছে বলে জানান এসআই ইকবাল।

নিহত নারীর পরনে ছিল ছাপা শাড়ি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top