সচিবালয় অভিমুখে মাদ্রাসা শিক্ষকরা: পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৪:৪৬
বেতন কাঠামো ও এমপিওভুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে যাত্রা করা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিভিন্ন জেলার কয়েকশ’ শিক্ষক-কর্মচারী সকাল থেকেই প্রেসক্লাব এলাকায় জড়ো হন। দাবি আদায়ে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের গতিরোধ করে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য সুযোগ-সুবিধা ও এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। সরকারের কাছ থেকে স্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন নেতা-কর্মীরা।
অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অনুমতি ছাড়া সচিবালয়ের দিকে মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করায় বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই বলপ্রয়োগ করতে হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।