ঢাকার মান্ডায় কিশোর খুনে গ্রেপ্তার ৭ কিশোর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ২২:১২
ঢাকার মুগদার মান্ডায় কিশোর হাসান মিয়াকে (১৬) খুনে জড়িত অভিযোগে ৭ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান বলেন, “সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হাসান মিয়াকে খুন করা হয়েছে।”
“খুবই তুচ্ছ ঘটনায় এই খুনের ঘটনা। সালাম না দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে।”
গ্রেপ্তার সবারই বয়স ১৬-১৭ বছরের মধ্যে। ঘটনার পরপরই এক কিশোরকে আটক করেছিল থানা পুলিশ। পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, “এই কিশোররা 'ব্যান্ডেজ' নামে গ্রুপ পরিচালনা করে।”
নিহত হাসান একটি প্রিন্টিং প্রেসে কাজ করতেন। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বারে। মুগদার মান্ডায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন হাসান। তিন ভাই এক বোনের মধ্যে তিনি তৃতীয়।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।