আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পরিত্যক্ত গাড়িতে আগুন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৫
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং থাকা একটি পরিত্যক্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এটি কোনো দুষ্কৃতিকারীর কারণে নয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।
এদিকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, গাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গ্যাস সিলিন্ডারে তেজস্ক্রিয়তার (রিঅ্যাকশন) কারণে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে। কেউ ইচ্ছাকৃত আগুন দিয়েছে কি না—সেটি এখনো নিশ্চিত নয়, তদন্ত চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।