কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে চলন্ত প্রাইভেট কারে আগুন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১১:৫২
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে একটি ব্যক্তিগত প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ গাড়িটির ইঞ্জিন অংশে আগুন দেখা যায়। এসময় এক মোটরসাইকেল আরোহী ঘটনাটি দেখে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, গাড়িটি গ্যাস সিলিন্ডারচালিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
দীর্ঘক্ষণ চলার কারণে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।