বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

পূর্বাচলে ওভারটেকের ঘটনায় ডিমবাহী পিকআপ উল্টে হাজারো ডিম নষ্ট

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯

ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল এলাকায় ওভারটেকের সময় একটি ডিমবাহী পিকআপ উল্টে সড়কে পড়ে গিয়ে কয়েক হাজার ডিম নষ্ট হয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে পূর্বাচল সড়কের বসুন্ধরা আবাসিক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাজীপুর থেকে ঢাকাগামী পিকআপটি ওভারটেক করার চেষ্টা করছিল দ্রুতগতির একটি প্রাইভেটকার। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পিকআপকে ধাক্কা দেয়।

ধাক্কার প্রভাবে পিকআপটি সড়ক বিভাজকের পাশে উল্টে যায় এবং গাড়িতে থাকা সব ডিম নষ্ট হয়ে পড়ে। প্রাইভেটকারটি সড়ক বিভাজকের ওপর উঠে যায় এবং এতে কিছু ক্ষতি হয়। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ ঘটনাস্থল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং উভয় গাড়ির মালিকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top