মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮
রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তাকে বরিশালের নলছিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
ঘটনায় নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়ার (১৫)। হত্যাকাণ্ড ঘটেছে ৮ ডিসেম্বর সোমবার সকালেই শাহজাহান রোডের একটি ১৪ তলা ভবনের সপ্তম তলায়। নিহত লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম সোমবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আজিজুল ইসলাম স্কুলে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের লাশ পান। এজাহারে আরও বলা হয়েছে, বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ কিছু মূল্যবান জিনিসপত্র লোপ পেয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যার পর এক নারী স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। প্রাথমিক তদন্তে গৃহকর্মী আয়েশাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহ করা হয়েছে। ফুটেজ অনুযায়ী, আয়েশা সকাল ৭:৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯:৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বেরিয়ে যান।
তদন্তে জানা গেছে, গৃহকর্মী আয়েশা নিজের আসল নাম ও ঠিকানা গোপন করেছিলেন এবং কাজের সময় কোনো মোবাইল ফোন সঙ্গে ছিলেন না। পরে যে ফোনটি নিয়ে গেছেন, সেটি বাসা থেকে বেরিয়ে বন্ধ করে দেন।
মোথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, লায়লার শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্ত শেষে মরদেহ নাটোরে দাফন করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।