মা-মেয়ে হত্যা: গ্রেপ্তারকৃত গৃহকর্মীকে নিয়ে যা জানাল পুলিশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০
রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে ঢুকে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা জানান, এ ঘটনায় প্রথমে আয়েশার স্বামীকে সাভারের একটি বাসা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আয়েশাকে নলছিটি এলাকায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ‘ক্লু-লেস’ এই জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গিয়ে পুলিশ জানতে পারে—প্রায় ৬ মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার আরেকটি বাসায় চুরির ঘটনাতেও জড়িত ছিলেন আয়েশা।
গত সোমবার (৮ ডিসেম্বর) নিহত লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)-এর লাশ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই পলাতক হন কথিত গৃহকর্মী আয়েশা।
নিহত নাফিসার বাবা আ. জ. ম. আজিজুল ইসলাম, যিনি উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন, মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়—
-
সকাল ৭:৫১ মিনিটে বোরকা পরে লিফটে উঠে ৭ তলায় যান আয়েশা।
-
এরপর সকাল ৯:৩৫ মিনিটে মুখে মাস্ক, কাঁধে ব্যাগ ও স্কুল ড্রেস পরে ভবন থেকে বেরিয়ে যান তিনি।
নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আয়েশাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরো বিস্তারিত তথ্য উদ্ধার করা হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।