বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা

গৃহকর্মী আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী: পুলিশ

মোহাম্মদপুর প্রতিনিধি | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:১০

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর আয়েশা বিষয়টি তার স্বামী রাব্বীর সঙ্গে শেয়ার করলে তিনি আয়েশাকে পালাতে সহায়তা করেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মাদ জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মোহাম্মদপুর থানা পুলিশ ঝালকাঠির নলছিটির দাদা শ্বশুরবাড়ি থেকে আয়েশাকে আটক করে।

পুলিশ জানায়, জোড়া খুনের ছয় মাস আগে মোহাম্মদপুরের বছিলা এলাকায় চুরির আরেকটি ঘটনার অভিযোগ ছিল আয়েশার বিরুদ্ধে। সেই সূত্র ধরে তার খোঁজ শুরু করে পুলিশ এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার মূল কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

এর আগে গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৭টা ৫২ মিনিটে বোরকা পরে বাসায় ঢোকে আয়েশা এবং সকাল সাড়ে ৯টার দিকে নাফিসার স্কুলড্রেস পরে ব্যাগ নিয়ে ভবন থেকে বের হয়ে যায়।

ঘটনার পরদিন রাতে নিহত লায়লার স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top