রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর) ওই স্থান থেকে একটি হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন যুবক দৌড়ে এসে সাংবাদিকের হাত ধরে তাকে ঘুরিয়ে ফেলেন। পরে পুলিশ সেই যুবককে আটক করে। উত্তেজিত জনতা হামলাকারীর উপর আক্রমণ করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারী যুবক ও হামলার শিকার সাংবাদিকের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৭টায় রাষ্ট্রপতি এবং ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top