লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:১৪

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগের ইসলামবাগে বুধবার দুপুর দেড়টার দিকে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়। পরে আরও সাতটি ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেয়।

তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top