রাজধানীর ২০টি আসন: রাজধানীর নির্বাচনী মানচিত্র
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৪:২০
ঢাকা জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। জনসংখ্যা, অর্থনীতি ও প্রশাসনিক গুরুত্বের কারণে রাজধানীর প্রতিটি সংসদীয় আসন বিশেষভাবে গুরুত্ব বহন করে। নির্বাচন কমিশনের সর্বশেষ নির্ধারিত সীমানা অনুযায়ী ঢাকা জেলা ও ঢাকা মহানগর মিলিয়ে ২০টি জাতীয় সংসদীয় আসন রয়েছে।
ঢাকার এই আসনগুলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা জেলা ও পার্শ্ববর্তী উপজেলা নিয়ে গঠিত। প্রতিটি আসনের ভৌগোলিক সীমা জনসংখ্যা, নগর সম্প্রসারণ ও প্রশাসনিক বিবেচনায় নির্ধারিত।
উত্তর ও দক্ষিণ ঢাকার আসনগুলো:
- ঢাকা–১: দোহার ও নবাবগঞ্জ উপজেলা
- ঢাকা–২ ও ৩: কেরানীগঞ্জ উপজেলা
- ঢাকা–৪ ও ৫: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড
- ঢাকা–৬ থেকে ১৩: পুরান ঢাকা, দক্ষিণ ঢাকা ও মধ্য ঢাকার আবাসিক ও বাণিজ্যিক এলাকা
- ঢাকা–১৪ থেকে ২০: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও পার্শ্ববর্তী অঞ্চল, যেখানে মিরপুর, গুলশান, বনানী, উত্তরা, সাভার ও ধামরাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত
ঢাকার কেন্দ্রীভূত ও শিল্পাঞ্চল, যেমন তেজগাঁও, সাভার, আশুলিয়া, মহাখালী ও মিরপুরের আসনগুলো দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
নির্বাচন কমিশন সময় মতো ভোটার তালিকা, সংসদ সদস্যের প্রতিনিধিত্ব এবং উন্নয়ন প্রকল্প পরিকল্পনার জন্য এই আসনের সীমানা পুনর্গঠন করে থাকে। বিশ্লেষকদের মতে, রাজধানীর আসনগুলোর সঠিক ভৌগোলিক ধারণা ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।