মোদি বিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ নুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ২২:৫৮

মোদি বিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ নুর

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে গুলিতে আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকা থেকে নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে মুক্তাঙ্গণের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়।

এরপর মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সময় নুর গুলিবিদ্ধ হয়। আরও ১৫ জনের মতো আহত হন।

এরপর যুব অধিকার পরিষদ পল্টন থেকে পাল্টা মিছিল করে। আবারও সংঘর্ষ ঘটলে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক (অর্থ) পাঠান আজহারসহ ৮-১০ জন আহত হন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top