‘লকডাউনে’ সড়কে চাপ বেড়েছে যানবাহনের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুন ২০২১, ১৯:৫১
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘লকডাউন’ ঘোষণা করেছে সরকার। তবে ‘লকডাউন’ উপলক্ষে গণপরিবহন বন্ধ করা হলেও সড়কে সাধারণ যানবাহনের চাপ যেন বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে অফিসের সময় রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো ঘুরে এমন চিত্রই দেখা যাচ্ছে। সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, রিকশা, অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী পরিবহন অন্যান্য সময়ের তুলনায় এই ‘লকডাউনের’ মধ্যে যেন বৃদ্ধি পেয়েছে।
এছাড়া রাজধানীর বেশকিছু সড়কে বেশ দীর্ঘ যানজটের চিত্রও দেখা গেছে। বিশেষ করে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার এবং শাহবাগে এসব যানযট লক্ষ্য করা গেছে সকালে।
সোমবার (২৮ জুন) সকালে রাজধানীর এই এলাকাগুলো ঘুরে দেখা যায় অন্যান্য সময়ের তুলনায় রাজপথে মানুষের ভিড় অনেক বেশি। বিশেষ করে অনেকেই বের হয়েছেন এবং পায়ে হেঁটে যাত্রা করেছেন।
কারওয়ান বাজারে নিয়ামত আলী নামে একজন বেসরকারি প্রতিষ্ঠান কর্মজীবী জানান, ‘লকডাউনের’ ফলে যানবাহন বন্ধ করা হলেও অফিস এখনো খোলা। তাই অফিসে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। রিকশা, মোটর বাইক নিয়েই অফিসে যাওয়ার প্রস্তুতি। সেটি অবশ্য তিক্ত একটি বিষয়, আবার ভোগান্তিরও।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।