ওমরাহ পালনকারী ৫০ লাখ মুসল্লিই করোনামুক্ত !

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০১:২১

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৮ মাস ওমরাহ বন্ধ থাকার পর গত ৩ মাস ধরে পবিত্র নগরী মক্কায় স্বাস্থ্যবিধি মেনে চলছে ওমরাহ কার্যক্রম। ওমরাহ পালনকারী ৫০ লাখ মুসল্লিই করোনামুক্ত।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্যমতে, দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এসপিএ বরাত দিয়ে গালফ নিউজ জানায়, দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত ৩ মাসে পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে ইবাদতকারী ও ওমরাহ পালনকারী ৫০ লাখ মুসল্লিই করোনামুক্ত।

প্রসঙ্গত, করোনার নতুন রূপ ধরা পড়ার সৌদি আরব গত ২১ ডিসেম্বর থেকে ১ সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দিয়ে তাদের সীমানা বন্ধ করে দিয়েছে। সরকারী ঘোষণা অনুসারে বন্ধটি আরও এক সপ্তাহ বাড়তে পারে।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top